”সেবার ব্রতে চাকরি”
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ দ্বিতীয় দিন সম্পন্ন।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ৩০ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ টিআরসি বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল, বগুড়া, সহকারী পুলিশ সুপার, সুজানগর সার্কেল, পাবনা, সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ।