চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর মাঠ পর্যায়ের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। Physical Endurance টেস্ট (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়), ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয় এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়), ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করতে হয়)। তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে।
তৃতীয় দিনের Physical Endurance টেস্ট (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও নিয়োগ বোর্ডের সন্মানিত সভাপতি কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফ করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
আগামী ১৭ নভেম্বর ২০২৪ খ্রি. Physical Endurance Test (PET) এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত