মাহমুদুল হাসান শান্ত
কুয়াশায় ঢাকা ভোরের পথ,
হঠাৎ দেখি ট্রেনের আলোকমুখ।
শীতল হাওয়ায় সাইরেন বাজে,
ভোরের ঘুমে যেন জাগে।
ধূসর আকাশ, সাদা কুয়াশা,
রেলপথে ভাসে নিঃশব্দ ভাষা।
শীতের মিতালী নিয়ে ট্রেন,
ছুটে চলে পথের বেন।
আলো আঁধারে লুকোচুরি খেলা,
পথের ধারে গাঁয়ের মেলা।
বাতাসে ঠান্ডা শিহরণ লেগে,
মনে করায় শীতের স্নিগ্ধ মেগে।
পথিক চেয়ে দেখে দূর থেকে,
হালকা আলোয় ছুটে সে একা।
রেলগাড়ির ছন্দে মিশে গান,
কুয়াশার পথে তার নির্জন দান।
শহর পেরিয়ে গ্রাম ছুঁয়ে যায়,
নির্জনে চলে সে নিজ পথেই ভাই।
কুয়াশার ভোরে আলোকের দিশা,
এই ট্রেন যেন পথের সুরে বাঁধা।