.
-শেখ আফরোজা বেগম 🇧🇩
আজ বহুদিন পর আসলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে।
১৬ই ডিসেম্বর বিজয় শুভেচ্ছা দিতে।
একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে
আজ সব ফুল দিয়ে যাব আমি তাদের স্মরণে।
ফুল দিয়ে এক মিনিট নীরবতা।
কানে ভেসে আসছে আমার শিস বাজিয়ে বাজিয়ে ঠোঁট দিয়ে কে যেন জাতীয় সংগীত গাচ্ছে।
একটু আনমনা হয়ে গেল মন। ডানে বামে তাকিয়ে দেখি কেউ নেই।
সামনে যাইতেই দেখি তারে আমার সম্মুখে।
তার নিজের দুই আঙ্গুল নিজের নিজ মুখে চুমু দিয়ে ছুঁড়ে দিল আমার দিকে।
চিৎকার করে বলে উঠলো তোমাকে দিলাম প্রিয়তমা।
এখন তুমি যা খুশি বলো। তুমি চাঁদের চেয়েও সুন্দর।
আমাকে করেছ পাগল পারা।
বলার কিছু নেই চেয়ে দেখলাম অসভ্য বেশরম।
দ্রুত হাটি সে আমার পিছু নিয়েছে
বলছে যেও না সোনা, জেনে যাও আমি কে।
যখন তুমি খুঁজবে দু চোখে তোমার অশ্রু ঝরবে প্রিয়তমা।
আমি তোমার সিথির সিঁদুর কপালের লাল বিন্দু নাকের নোলক।
আমি জানতাম তুমি আসবে লাল গোলাপ নিয়ে। আমার পছন্দ তোমার মনে আছে। তোমাকে ধন্যবাদ।
আমি আরো দ্রুত হাঁটি নিজের শরীরে চিমটি কেটে দেখি।
আমি মৃত না জীবিত। দুচোখ আমার অশ্রু সিক্ত নতুন সূর্য উঠেছে।
পাখিরা করছে কলরব। জাতীয় সংগীত গাইছে নতুনরা মধুর সুরে।
আজ ১৬ই ডিসেম্বর। বিজয় শুভেচ্ছা সবার জন্য। ধন্যবাদ।
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত