সুনামগঞ্জে টিআরসি নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (সেপ্টেম্বর)-২০২৪ এর কার্যক্রম আজ ২৯ অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছে। সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের পরীক্ষার কার্যক্রম শুরু হয়, যেখানে মোট ২০১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৭৪৮ জন এবং নারী প্রার্থী ২৬৬ জন।
প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর মোট ১১৪৩ জন প্রার্থী উত্তীর্ণ হন, যার মধ্যে পুরুষ প্রার্থী ১০৯০ জন এবং নারী প্রার্থী ৫৩ জন। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। তিনি প্রথম দিনের কার্যক্রমের সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত দুইজন ডাক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রথম দিনের কার্যক্রম শেষে, পুলিশ সুপার চাকরি প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন। উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল (৩০ অক্টোবর ২০২৪) সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।