কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
৩০.১০.২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে কলেজের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ ডিগ্রী কলেজ গেটের সম্মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদল নেতা আনোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটিতে বিএনপির গোলাম মহম্মদকে আহবায়ক করা হয়। আহবায়ক কমিটি গঠনের পর থেকেই বিএনপির শেখ সাদি গ্রুপের সাথে গোলাম মহম্মদ গ্রুপের অশান্তি সৃষ্টি হয়। এবং বুধবার সকালে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা সহ পাঁচজন আহত হন। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ক্যাপশন : আহত যুবদল নেতা আনোয়ার হোসেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত