কক্সবাজারের সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ১,৮৬২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের সরকারী কলেজের মূল গেটের সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ১৩.০০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ঝিলংজা ইউনিয়নের সরকারী কলেজের সামনে পাকা রাস্তার উপর র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ইয়াসমিন আক্তার নামে একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলাকে তল্লাশী করে সর্বমোট ১,৮৬২ (এক হাজার আটশত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-ইয়াসমিন আক্তার (৩২), স্বামী-মোহাম্মদ নুর, সাং-নয়া বাজার, ০৭নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে। অতঃপর তা কক্সবাজারে বেশী দামে বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে মর্মে জানায়।
৪। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–