অথই নূরুল আমিন
২৮/১০/২০২৪
একটি কবিতা লিখতে লিখতে
শখের সোনালি ডায়রিতে..
সকল পাতা শেষ,
কলমের কালি শেষ
মনের সকল ছন্দ শেষ
ভাবনার সকল প্রতিফলন শেষ।
একটি কবিতা লিখতে লিখতে
বেদনার ছাপ গুলো মুছতে মুছতে
বাড়িতে সবার জন্য রান্না শেষ
পুকুরের সকল পানি শেষ
চৈত্রের দাপটে রৌদ্র শেষ
এখনো আসেনি বৃষ্টি, তাই পানি ও শেষ।
একটি কবিতা লিখতে লিখতে
বাবার বিরহ ভুলতে ভুলতে
আমার নয়নের পানি শেষ
মায়ের ভালোবাসাটা হলো শেষ
বোনেরা আর আসে না বিশেষ
ভাইয়েরা তো সেই কবেই হয়েছে শেষ।
আজকে আমার ও আর কিছুই ভালো লাগে না
বৃথা জীবন, বৃথা স্বপন, বৃথা সব আরাধনা!
বিষণ্ন জীবনের তিক্ততা, এ যেন কঠিন পরাধীনতা
কোথায় প্রেম, কোথায় আপন, কোথায় মানবতা?
আমার দরকার ছিল, গোটা জাতির স্বাধীনতা
এছাড়া একটা জীবনের আর কি থাকে পরিশেষ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত