*ঝিনাইদহ জেলার সদর থানাধীন একটি কলেজের সামনে হতে অবৈধ মাদকদ্রব্য ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।*
অদ্য ২৭ অক্টোবর ২০২৪ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত ০০.৫০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চারমাইল সাকিনস্থ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে দর্শনা টু ঢাকা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৩(একশত তিন) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ শিপন মন্ডল (২৪), পিতা- জিল্লুর রহমান, ২। মহিবুল (২৩), পিতা- ফরজ মন্ডল, উভয় সাং- সুলতানপুর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফ্জত হতে অবৈধ ফেন্সিডিল ১০৩ বোতল, ০৩টি মোবাইল ফোন, নগদ- ১২৭০/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত