সিংগাপুরের মাটিতে এই প্রথম অনুষ্ঠিত হলো"রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস 202৪
সিংগাপুরের মাটিতে এই প্রথম অনুষ্ঠিত হলো"রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস 202৪ ভয়েজ এশিয়ান নিউজ প্রেজেন্টেশনে। ভয়েজ এশিয়ান নিউজ প্রেজেন্টে রেমিট্যান্স এওয়ার্ডস এ প্রায় ১৮,৫০০ রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা নমিনেশন ফর্মে সাবমিশন করেছিলো সেখান থেকে নিজের নাম আসাতে সত্যি ভালো লাগছে এবং এমন আনুষ্ঠানিকতার মাধ্যমে এওয়ার্ডস দেওয়াতে প্রবাসী ভাইদের মধ্যে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ বাড়বে।
সাধারণত ক্যাটাগরিতে ২৩ জন এওয়ার্ডস পেয়েছে। এর মধ্য সাড়া ফেলেছে ৩ জন যোদ্ধা তারা হচ্ছে সিরাজুল ইসলাম - চাঁদপুর, সুমন বিশ্বাস- মেহেরপুর,, মোঃ নূরুল আলম- ঢাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাপুরের বাংলাদেশী প্রতিষ্ঠানের কয়েকজন অতিথিগণ ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার আরো উপস্থিত ছিলেন Biman Bangladesh Airlines Ltd এর ম্যানেজার জনাব আনিসুজ্জামান। এবং উপস্থিত ছিলেন "Voice Asian, এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল স্যার।
ভয়েস এশিয়ান "এর মুল উদ্দেশ্য ছিলো সিংগাপুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,চাকুরিজীবী থেকে শুরু করে কয়েকটি সেক্টর থেকে বিজয়ীদের নির্বাচন করা।তাদের জুরি বোর্ড ও জাজেজ প্যানেলের ১২ জন সম্মানিত সুধী গত দুই মাস কাজ করে আজকে এই ফলাফল ঘোষণা ও এওয়ার্ড দিলেন। আমরা চাই রেমিট্যান্স এওয়ার্ডস "বাৎসরিকভাবে অন্তত অব্যাহত থাকুক এবং পর্যায়ক্রমে আরো প্রবাসী "রেমিট্যান্স এওয়ার্ড "পাক।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত