ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা ও কর্মচারীদের অফিস সময়ে সুনির্দিষ্ট কারণ ছাড়া নিজ অফিস ব্যতীত অন্য কোথাও পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভিজিল্যান্স টিম। ৪ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে (বর্তমানে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা এবং ঈদ-উল আযহা পরবর্তী সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত) দাপ্তরিক কাজ ব্যতীত ক্যাম্পাসের ভিতরে বা বাহিরে ঘোরাঘুরি, আড্ডা বা গল্পগুজব করা যাবে না।
কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সুনির্দিষ্ট কারণ ছাড়া নিজ দপ্তর ব্যতীত অন্য দপ্তরে পাওয়া গেলে বা উল্লিখিত অবস্থায় পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভিজিল্যান্স টিম তাঁর বা তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত