র্যাব-১৩ এর মোবাইল কোর্টে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, ভেজাল ও মানহীন খাদ্যপণ্য এর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ০৪ মে ২০২৪ ইং তারিখ ১৪.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩ এর আভিযানিক দল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রংপুর এর সমন্বয়ে রংপুর মহানগরীরর কোতয়ালী থানাধীন নাজমুন নাহার ডায়াগনস্টিক সেন্টার, ধাপ, জেল রোড এ মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে রুগীদের সাথে প্রতারনা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ও ভুল চিকিৎসার মাধ্যমে নানাভাবে রুগী ও তাদের আত্মীয়-স্বজনদের নানা দুর্ভোগে ফেলার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক শ্রী তপন রায় (ম্যানেজার), পিতা-পলিল চন্দ্র রায়, সাং-কোলকন্দ, থানা-সদর, জেলা-রংপুর’কে ১,০৫,০০০/-(একলক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত