কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি/ড. আমানুর আমান আহবায়ক, প্রফেসর অজয় মৈত্র সদস্য-সচিব কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে আহাবায়ক হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। কমিটির সদস্য-সচিব হয়েছেন কুুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র। কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এ্যারিষ্ট কম্পিউটারসের স্বত্বাধিকারী এএমএম রোকনুজ্জ্জমান নান্টু। ড. আমানুর আমান কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আ.ব.ম. ফারুক কেন্দ্রীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দেন। অনুমোদনপত্রে বলা হয় আগামী তিন মাসের মধ্যে আহবায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অ্যাড.নজরুল ইসলাম সরকার, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রফেসর মোঃ আলাউদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার, কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস খান, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব শামীম রানা, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান সিদ্দিকী, সংস্কৃতি কর্মী শাহ সুফী রুশদী ও নুরুন্নাহার ইসলাম রিপা।
কমিটির আহবায়ক ড. আমান জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর পর জেলায় বঙ্গবন্ধু পরিষদের নতুন একটি কমিটি হয়েছে। এই কমিটি প্যানেলে জেলায় বসবাসরত মহান মুক্তিযদ্ধের চেতনায় লালিত ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত বিভিন্ন বুদ্ধিবৃত্তিক শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভক্ত হবেন। তার বক্তব্যে ড. আমান বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নত বিশে^র স্বপ্ন দেখছে সেখানে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি মানুষকে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে।
কুষ্টিয়া জেলা কমিটি এ লক্ষ্যে কাজ করে যাবে। তিসি সবার সহযোগীতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত