সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি কোম্পানী, র্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা থেকে ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন, ২৮৫ পিচ ইয়াবা এবং বিপুল পরিমাণ মাদক বিক্রয়লব্ধ অর্থ সহ ০২ জনকে গ্রেফতার। ১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বাস সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। র্যাবের নিকট এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তাদের নিজের বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীদের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে। ০১ জুন ২০২৪ ইং তারিখ ০৫:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া (কাইয়ম হাজীর টোলা) গ্রামস্থ এলাকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি কোম্পানী র্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল সমন্বিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সফিকুল ইসলাম (২৯), ২। মোঃ জুয়েল রানা (২৬) উভয় পিতা-মৃত জমসেদ আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং-শুকনাপাড়া (কাইয়ম হাজীর টোলা), ইউপি-চরবাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হেরোইন-২ কেজি ৫৫০ গ্রাম, ইয়াবা-২৮৫ পিচ এবং নগদ টাকা-৫,৪৫,২১০/-(পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত দশ) টাকা সহ গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত