প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ
মামলা রুজুর দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার
গত ৩১/০৫/২০২৪ তারিখ বেলা অনুমান ১৫ঃ৩০ ঘটিকার সময় নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে শেখ আনিচুর রহমান (৪১) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া টুকু মোল্লার ফোর ব্রাদার্স নামক ইটভাটার মধ্যে কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হয়। পরবর্তীতে তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিম আনিসুর রহমান এর ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে ০২ জুন/২০২৪ (রবিবার) নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করলে নড়াগাতী থানার মামলা নম্বর-০২, তারিখঃ ০২-০৬-২০২৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ রুজু করা হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় দ্রুত আসামি গ্রেফতারে মাঠে নামে নড়াগাতী থানার একটি চৌকস টিম।
গতকাল ০২ জুন/২০২৪ (রবিবার) রাত আনুমানিক ০৯ঃ৩০ ঘটিকায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ইন্সপেক্টর(তদন্ত) মোঃ বোরহান উদ্দিন, এসআই জাকির হোসেন, এসআই মাহবুবুর রহমান ও এসআই তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি ওসিকুর রহমান (৫৭), পিতা- মৃত জলিল শেখ ও মঞ্জুর শিকদার, পিতা মিজানুর শিকদার, উভয় সাং কলাবাড়িয়া, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল দেরকে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত