র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
দক্ষিণখান থানার মামলা নং-৪৩,তারিখঃ ২৭ মে ২০২৪খ্রিঃ, ধারাঃ ২০০০(সংশোধনী ২০০৩) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০।
এই সংক্রান্তে অফিসার ইনচার্জ দক্ষিণখান থানা কর্তৃক র্যাব-১ বরাবর আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে মামলা সহ আবেদন করলে র্যাব-১ উক্ত বিষয়ে ছায়াতদন্ত শুরু করে এবং বর্ণিত তারিখ ও সময়ে র্যাব ৮ কর্তৃক আসামীকে ঢাকা হতে বরিশাল পলায়ন করার সময় গ্রেফতার করা হয়।