মোঃ নাঈম হোসেন পলোয়ান।
চাঁদপুরের ফরিদগঞ্জঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ বালিথুবা মুন্সির বাড়ির মোসা. জাহানারা বেগমের স্বামী-সিরাজ মিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ বছর আগে পরপারে পাড়ি দিয়েছেন। এরপর থেকে নিরুপায় হয়ে অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন তিনি। তার মাথা গোঁজার জন্য যে বসতঘরটি রয়েছে তাও জরাজীর্ণ।
ঘরটির চারপাশে সুপারির ফাইল ও নারকেল পাতা দিয়ে বেড়া দেয়া, আর চালার নষ্ট হওয়া টিনের ওপর দেওয়া পলিথিন ও নারকেল গাছের পাতা। গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রুমেলের আঘাতে মাটিতে পড়ে যায় ঝুপড়ি ঘরটি। জাহানারার কাছে এ যেন মৃত্যুর প্রহর গণা! জাহানারা যেখানে বসবাস করেন সেই জায়গাটুকু তার বাপের বাড়িতে ভাইদের দেওয়া।
উপজেলায় বিভিন্ন স্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়। অথচ এত অসহায় হওয়ার পরেও এই হতভাগি জাহানারার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর।
আকুতি নিয়ে জাহানারা বেগম বলেন, এরমধ্যে কত মানুষকে সরকারিভাবে ঘর দেওয়া হয়েছে। আমিও একটি ঘরের জন্য জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছি। উনারা দিবেন বলেছে, তবে এখন পর্যন্ত আমি ঘর পাইনি। বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে ঘরের ভেতরে ঘরটির বর্তমান যে অবস্থা একেবারেই থাকার অনুপযোগী । আমার কোন ছেলে সন্তান নাই একটি মেয়ে ছিল তাকেও বিয়ে দিয়ে দিয়েছি। নির্ঘুম রাত কাটে আমার।
জাহানারা আরও বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছি। এখন বয়স হয়েছে প্রায় ৭০ বছর। শরীরেও বাসা বেঁধেছে অনেক রোগ। তাই এখন আর ঠিকমত কাজও করতে পারি না।
যার জন্য সরকারের কাছে দাবি; আমাকে একটিবসত ঘর নির্মাণ করে দেয়াসহ নিয়মিত চাল সহায়তা পেতে ভিজিএফ বা ভিজিডির একটি কার্ড করে দেয়ার। তাহলেই মরণ পর্যন্ত একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবো।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের দুঃখ কষ্ট লাগাবে ১০ টাকা কেজি চাল সরবরাহ সহ সকল ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছেন ।তারই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করি যেন কোন অসহায় মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়। জাহানারার ব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার ভাল বলতে পারবে ।মেম্বার আমাকে যেভাবে তালিকা দেন আমি সেই অনুপাতে সহায়তা দেওয়ার চেষ্টা করি।
তারপরেও সামনে এধরনের কোনো সুযোগ আসলে তাকে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত