কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত দুইজন ভিকটিম র্যাব-১৫ কর্তৃক উদ্ধার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। গত ২৫ মে ২০২৪ তারিখ র্যাব-১৫, কক্সবাজার এ জনৈক বিপুল কুমার রায় বাপ্পী(২৪) অভিযোগ দায়ের করে যে, তার বড় ভাই বিপ্লব কুমার রায় বাবু ও তার বন্ধু সুমন চন্দ্র দাস গত ২৫ মে ২০২৪ তারিখ কিশোরগঞ্জ হতে কক্সবাজারের উদ্দেশ্যে ঘুরতে আসে। পরবর্তীতে অভিযোগকারী তাদের মোবাইল নাম্বারে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পায়। এত সে এবং তাদের পরিবার গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম বিপ্লব কুমার রায় এর মোবাইল থেকে কল দিয়ে জানানো হয় তাদেরকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) দাবী করে। যদি টাকা না দেওয়া হয় এবং কোন প্রশাসনের সাথে যোগাযোগ করলে তাদের প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।
৩। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার ভিকটিমদের উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও আভিযানিক দলের অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ০১ জুন ২০২৪ তারিখ অনুমান ০৬.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনায় অপহৃত দুইজন ভিকটিম ১। বিপ্লব কুমার রায় বাবু (৪৫), পিতা-মৃত সুকেশ চন্দ্র রায়, মাতা-কল্পনা রানী রায় এবং ২। সুমন চন্দ্র দাস (৩৫), পিতা-ইন্দ কুমার দাস, মাতা-স্বরসতী রানী দাস, উভয় সাং-বত্রিশ, ০৯নং ওয়ার্ড, উপজেলা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ’দেরকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমদের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
৪। উদ্ধারকৃত ভিকটিমদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
—-ধন্যবাদ—–