রাজশাহী ১০১২ লিটার চোলাইমদ-সহ ৩জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫
গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদসহ ৩জন মাদক কারবারী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
রাজশাহীর গোদাগাড়ীতে ১০১২ লিটার চোলাইমদ-সহ ৩জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ১০টায় গোদাগাড়ী থানাধীন সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বসতবাড়ীর মধ্যে থেকে চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়। তবে মনোরঞ্জন পালিয়ে তায়। এ সময় তার বসতঘর থেকে ১০১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: ডাবলু টুডু (২৭), সে গোদাগাড়ী থানার নন্দাপুর গ্রামের মৃত সুবল টুডু ছেলে, লক্ষন সরেন (২৪), সে একই এলাকার মৃত বাবলু সরেনের ছেলে ও মোঃ কোরবান আলী (৪৮), সে সুন্দরপুর গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। শনিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।