রাজশাহী ০২ টি ওয়ান শুটারগান ও ০২ কেজি ২০০ গ্রাম গান পাউডারসহ ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ মে ২০২৪ তারিখ রাত্রী-২১৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম (২৩), পিতা- মোঃ হাবিল, বর্তমান সাং- চারখোটার মোড়, থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী, স্থায়ী সাং- ফরজপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং ওয়ান শুটারগান-০২টি, গান পাউডার-০২ কেজি ২০০ গ্রাম, ইজিবাইক-০১টি, মোবাইল-০১ টি, সীম-০১টি উদ্ধার করা হয়।
র্যাব-৫, রাজশাহী সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, ধৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত ইজিবাইক যোগে রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে র্যা বের আভিযানিক দল দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রামস্থ আন্ধারকোটা মোড়ে পৌছে চেকপোস্ট পরিচালনা করে উক্ত আসামিকে আটক করে এবং উক্ত ইজিবাইক তল্লাশী করে সীটের নিচে লুকানো অবস্থায় ০২ টি ওয়ান শুটারগান ও ০২ কেজি ২০০ গ্রাম গানপাউডার উদ্ধার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী ও পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মামলা রুজু করা হয়েছে।