স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক পরিবারের বর্ধিত সভায় বক্তারা বলেন-সমাজে অপসংস্কৃতি রোধসহ জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন সামাজিক এই সংগঠনটি। বক্তারা আরো বলেন- চলমান কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ঈদগাঁও উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলার নানান শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং,বাল্যবিবাহ,কিশোরগ্যাং সহমাদকের বিরুদ্ধে সচেতনতা সমাবেশ এবং শপথ অনুষ্ঠানে করে যাচ্ছে। এটির মাধ্যমে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা, স্থানীয়রা সচেতন হচ্ছেন।
পাশাপাশি মসজিদ,হেফজখানাসহ নানান শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিতরন এবং সুবহানাল্লাহ,আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবর সহ বিভিন্ন নামের প্ল্যাকার্ড গ্রামীন জনপদে জন বহুল সড়কে লাগানো হয়েছে। যার মাধ্যমে পথ চারীরা উপকৃত হচ্ছে এবং ভাল কাজের প্রতিও উৎসাহিত হচ্ছে। ভাল কিছুকাজের বিনিময়ে সমাজের লোকজন কে ভালোর পক্ষে অনুপ্রাণিত করে যাচ্ছেন যুব ঐক্য পরিবার টিম। শিক্ষক,চিকিৎসক,ব্যবসায়ী, চাকরিজীবীসহ গণমাধ্যমকর্মী একটি প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ক্ষেত্রে কাজ করে ছেন দীর্ঘকাল ধরে। অনেকে সংগঠনের সফলতা কাজের প্রতি সাধুবাদও জানিয়েছেন।
৩১ মে (শুক্রবার) ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন মাতৃছায়া নিবাসে সংগঠনে নিজস্ব কার্যালয়ে সভাপতি রেহেনা নোমান কাজলের সভাপতিত্বে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সংগঠনের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করে, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোর শেদ মাহবুব, অর্থ সম্পাদক হাফেজ আমিনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কাউসার ও দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদসহ আরো অনেকে। উল্লেখ্য যে, ২০২৪ সালের ৭ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয় হতে ঈদগাঁও যুব ঐক্য পরিবার নিবন্ধন সনদ লাভ করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত