ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৬ জন তরুণ- তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ওই হোটেলের কর্মচারী।
আজ শুক্রবার (৩১ মে) বিকেলে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে শহরের গার্ডেন ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জনতার মোড় এলাকায় হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামানে বলেন, অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে ১৬ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণীও ৪ জন তরুণকে আটক করা হয়। এ সময় হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত