
বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (এফডিএমএন) ক্যাম্পসমূহের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সাইমুম সরওয়ার কমল; মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়; শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব মো. মিজানুর রহমান; এপিবিএন প্রধান (অ্যাডিশনাল আইজি) জনাব সেলিম মোঃ জাহাঙ্গীর, বিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অপারেশনস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার); চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।