পঞ্চগড়ে একসঙ্গে একই এলাকার দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন তাদের পরিবার। এর আগে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাহেবজোত এলাকা থেকে তারা নিখোঁজ হন।
নিখোঁজ দুই স্কুলছাত্রী হচ্ছেন সাহেবজোত এলাকার তৌহিরুল ইসলামের মেয়ে শ্যামলী আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুস সাত্তারের মেয়ে উম্মে সালমা (১৩)। দুজনেই সদর উপজেলার দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার ও প্রতিবেশীরা জানান, শ্যামলী আক্তার ও তার বান্ধবী উম্মে সালমা মঙ্গলবার বিকেলে স্কুল শেষে বাড়িতে ফিরে আসে। বাড়িতে খাওয়া দাওয়া শেষে দুজনেই দুই হাজার টাকা সঙ্গে নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। মঙ্গলবার রাতভর দুই পরিবার আত্মীয় স্বজনসহ জেলার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও শ্যামলী ও সালমার সন্ধান পায়নি। আজ দুপুরে তাদের ফিরে পেতে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শ্যামলীর বাবা তৌহিরুল ইসলাম জানান, আমরা খুব উদ্বেগ উৎকণ্ঠায় আছি। মেয়েকে ছাড়া কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। পুলিশের প্রতি অনুরোধ যেন আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে দেন।
পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার জানান, নিখোঁজের ডায়েরির পর পুলিশ পরিবার এবং প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। তবে তাদের কোনো মোবাইল ফোন সঙ্গে না থাকায় তথ্য পেতে বেগ পেতে হচ্ছে। উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত