প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
মাদক স্পটে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ০৪ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাদক স্পটে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ০৪ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীদের হাতেনাতে গ্রেফতার করে।
২৪ মে ২০২৪ ইং তারিখ ০০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামস্থ এলাকায় র্যাবের চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আতিকুজ্জামান ইসলাম (২৮),পিতা-মোঃ ইউসুফ জামান, সাং-বালুবাগান ৬নং ওয়ার্ড, ২। মোঃ আশারুল ইসলাম (২৪), পিতা-মোঃ কামরুল হোসেন, মাতা-মোছাঃ রেহেনা বেগম, ৩। মোঃ রবিউল ইসলাম (২৪), পিতা-মোঃ উজির ইসলাম,মাতা-মোছাঃ টকি বেগম, উভয় সাং-বারোঘরিয়া লক্ষীপুর, ৪। মোঃ নাহিদ (২৫), পিতা-মোঃ সেতাবুর রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা খাতুন, সাং-মহারাজপুর বালুবাগান, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দের ইয়াবা এবং হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত