এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ মে ২০২৪ তারিখ সময় রাত্রী - ২২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীরর মতিহার থানাধীন বসুয়া অচিনপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবলু (৬২), পিতা-মৃত বয়নুদ্দিন শেখ, সাং-ডিঙ্গাডোবা, থানা-রাজপাড়া, ২। মোঃ মনির (৩৯), পিতা-মৃত জান মোহাম্মদ, সাং- ৩। মোঃ বিপ্লব হোসেন (৪০), পিতা-সিরাজুল ইসলাম, উভয় সাং-বসুয়া অচিনতলা, থানা-মতিহার, ৪। মোঃ আশরাফ আলী (৫২), পিতা-মৃত জয়নুদ্দিন, সাং-দাসপুকুর, থানা-রাজপাড়া, ৫। মোঃ মেজদার আলী (৫৫), পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-বসুয়া, থানা-মতিহার, ৬। মোঃ বাদল (৪৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং-চন্ডীপুর, থানা-মতিহার, ৭। মোঃ উজ্জল (৫০), পিতা-মৃত আলী আকবর, সাং-বসুয়া, থানা-মতিহার এবং মাদক সেবনকারী আসামী ৮। শ্রী অপু কুমার (২৪), পিতা-শ্রী অখিল কুমার, সাং-বহরমপুর, ৯। মোঃ সজিব (২৬), পিতা-হাবিবুর রহমান, সাং-তেরখাদিয়া, ১০। মোঃ সোহেল (২৮), পিতা-সাহেব আলী, ১১। মোঃ জনি (২৫), পিতা-খোকন আলী, ১২। মোঃ উজ্জল (৩০), পিতা-মোঃ হাবিবুর, ১৩। মোঃ আজিজুল (২৭), পিতা-সাইদুর রহমান, ১৪। মোঃ ফরহাদ (৩৪), পিতা-মৃত রুস্তম আলী, সর্ব সাং-বহরমপুর, ১৫। মোঃ হাসান (৩৫), পিতা- তোতা বিশ্বাস, সাং-নতুন বিলশিমলা, ১৬। মোঃ এত্তাকুল হক (২৭), পিতা একরামুল, ১৭। মোঃ বন্ধন (২৬), পিতা-মোঃ মনির, সাং-নতুন শিমলা, সর্ব থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরগনদের‘কে গ্রেফতার করে এবং গাঁজা- ১০০ গ্রাম, মোবাইল - ১৫ টি, সীমকার্ড - ২৪ টি, কলকি - ০৪ টি, লোহার কাটার - ০৩ টি, কাঠের টুকরা- ০৪ টি উদ্ধার করে।