প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ
নওগাঁর বড়শিবপুর এলাকা থেকে ১০৩৫ লিটার চোলাই মদসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
নওগাঁর বড়শিবপুর এলাকা থেকে ১০৩৫ লিটার চোলাই মদসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রাতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৪ মে ২০২৪ খ্রিঃ তারিখ ০৬.৫০ ঘটিকায় ১০৩৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী ১। শ্রী মিঠু পাহান (৩৬), পিতা-মৃত লবনা পাহান, ২। শ্রী এমেশ্বর পাহান (৫৫), পিতা-মৃত মুকুল পাহান, ৩। শ্রী অনিক পাহান (১৯), পিতা-শ্রী বিমল পাহান, সর্ব সাং-পূর্ব বড় শিবপুর পাটনিচড়া, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁদের কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মিঠু পাহান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিঠু পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করতঃ এমেশ্বর পাহান ও অনিক পাহান এর মাধ্যমে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন বিভিন্ন এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহান এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৪-০৫-২০২৪ ইং তারিখে ০৬.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার ধামুইরহাটথানাধীন বড়শিবপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহান কে আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ উৎপাদনকৃত ১০৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামুইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত