নাটোরের চাঞ্চল্যকর হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ০৪ (চার) জন আসামী কে গ্রেফতার করেছে র্যাব
নাটোরের বড়াইগ্রাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ০৪ (চার) জন আসামী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণ, মানব পাচারকারীসহ ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
উল্লেখ্য যে, এজাহার সূত্রে জানা যায়, বাদীর বোন মৃত নাহার বেগম (৪২) এর সাথে গত প্রায় ১০ বছর পূর্বে আসামী লোকমান সাকিদার (৫৫) বিবাহ হয়। বিয়ের পর আসামী লোকমান সাকিদার (৫৫) বাদীর বোনের নামে ৭.৫ শতাংশ জমি সাব কবলা দলিল করে দেয়। পরবর্তীতে আসামী লোকমান সাকিদার (৫৫) প্রায় ০২ বছর পূর্বে আসামী মোছাঃ তারা বেগম (৪৫) কে বিবাহ করে।
দ্বিতীয় বিবাহের পর হতে আসামী লোকমান সাকিদার (৫৫) বাদীর বোনের নিকট হতে জমি ফেরত চায় এবং জমি ফেরত নেওয়ার জন্য এজাহারনামীয় ৪। মোঃ মাজেম আলী (৫৫), পিতা-শাহা মাহমুদ (মাদাই), ৫। মোঃ ফিরোজ হোসেন (৪৫), ৬। মোঃ শাহানুর (৩২), ৭। মোঃ আঃ মতিন (৪০), সর্ব পিতা-মৃত ওসমান প্রাং, সর্ব সাং-সোনাবাজু, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরগণের সহায়তায় বাদীর বোনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মারপিট করতো। বাদীর বোন আসামীদের অত্যাচার, নির্যাতন সহ্য করে আসামী লোকমান সাকিদার (৫৫) এর সংসার করে আসছিল। আসামীগনের নির্যাতন অসহনীয় মাত্রায় পৌছালে বাদীর বোন তার স্বামীর বাড়ি হতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন পারকোল গ্রামস্থ জনৈক মোছাঃ আজমি আরা বেগম এর বাড়িতে যায়। ইং- ১১/০৫/২০২৪ তারিখ দুপুরে আসামী লোকমান সাকিদার (৫৫) ও মোছাঃ তারা বেগমদ্বয় (৪৫) জনৈক মোছাঃ আজমি আরা বেগম এর বাড়িতে গিয়ে একই তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় বাদীর বোন নাহার বেগমকে সাথে নিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন নওপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ইং ১৩/০৫/২০২৪ তারিখ আসামী লোকমান সাকিদার (৫৫) জনৈক দুলাল প্রাং’কে জানায় যে, নাহার বেগম’কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইং ১৭/০৫/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় বাদী জানতে পারে যে, ইং ১৬/০৫/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভার অন্তগর্ত কালিকাপুর বেড়পাড়া গ্রামস্থ পানির ট্যাংকির পূর্বপাশে জনৈক মোঃ নজরুল ইসলাম এর নেপিয়ার ঘাসের জমিতে অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার পূর্বক পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ আধুনিক সদর হাসপাতাল, নাটোরে প্রেরণ করে। বাদী আত্মীয়-স্বজনসহ তার বোনের সন্ধানে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুলিশের নিকট মৃত নারীর ছবি, ভিডিও ফুটেজ দেখে বাদী ও তার আত্মীয়-স্বজন সনাক্ত করে যে, অজ্ঞাতনামা মৃত নারী বাদীর বোন।
বাদীর ধারনা ইং ১১/০৫/২০২৪ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকা হতে ১৬/০৫/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ধৃত আসামী সহ অন্যান্য এজাহার নামীয় আসামীগণ পরস্পরের সহায়তায় সু-পরিকল্পিতভাবে বাদীর বোন নাহার বেগমকে নির্মমভাবে হত্যা করে এবং লাশ গুম করে। পরবর্তীতে মৃতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর থেকেই ধৃত আসামীগণ আত্মগোপনে চলে যায়।
মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক জানতে পারে যে, এজাহারনামীয় ৪। মোঃ মাজেম আলী (৫৫), পিতা-শাহা মাহমুদ (মাদাই), ৫। মোঃ ফিরোজ হোসেন (৪৫), ৬। মোঃ শাহানুর (৩২), ৭। মোঃ আঃ মতিন (৪০), সর্ব পিতা-মৃত ওসমান প্রাং, সর্ব সাং-সোনাবাজু, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরগণ নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ৫নং ধারাবাড়িষা ইউনিয়নের অর্ন্তগত সোনাবাজু গ্রামে অবস্থান করছে।
তৎপ্রেক্ষিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী অভিযান পরিচালনা করে ইং ১৯/০৫/২০২৪ তারিখ ২০.৪৫ ঘটিকায় নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-২৭, তারিখ-১৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। জিআর-১৯৮/২৪ (বড়াই) এর এজাহারনামীয় আসামী ৪। মোঃ মাজেম আলী (৫৫), পিতা-শাহা মাহমুদ (মাদাই), ৫। মোঃ ফিরোজ হোসেন (৪৫), ৬। মোঃ শাহানুর (৩২), ৭। মোঃ আঃ মতিন (৪০), সর্ব পিতা-মৃত ওসমান প্রাং, সর্ব সাং-সোনাবাজু, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরগণ’কে উক্ত স্থান হতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।