চাঁদ আলী কুষ্টিয়া
আটকের পর মাদক বহনকারীকে ছেড়ে দিল দৌলতপুর থানার এএসআই নজরুল ইসলাম। কুষ্টিয়া দৌলতপুরে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে মাদক বহনকারীকে ছেড়ে দিয়েছে দৌলতপুর থানা এএসআই নজরুল ইসলাম। গত মঙ্গলবার রাত্রে আনুমান ১১ টার সময় মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাদক বহনকারী আব্দুল্লাহকে আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় দৌলতপুর থানার এএসআই নজরুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক বলেন, যেখানে এসপি (পুলিশ সুপার) মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেখানে মাদক বহনকারীকে মাদকসহ আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় এ এলাকার মাদক ব্যবসায়ীরা আরো উৎসাহিত হবে।
মথুরাপুর এলাকার স্থানীয়রা জানান,গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বাজার থেকে ৫০ গজ দূরে অভিযান চালায় দৌলতপুর থানার (এএসআই) নজরুল ইসলামসহ আরো তিনজন সাদা পোশাকে। এসময় কাজীপুর এলাকার আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ফোরবি মোটরসাইকেল যোগে হোসেনাবাদের দিকে আসার সময় তাহার গাড়ি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২১০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। রাতেই মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে গাড়িসহ মাদক বহনকারী আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয় ।
এ বিষয়ে মাদক বহনকারী আব্দুল্লাহ সাথে সরাসরি কথা হলে তিনি জানান আমাকে ধরেছিল আমার কাছ থেকে ২১০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা গাড়িসহ আটক করেছিল আমি মাদক বহনকরি তার বিনিময় কিছু টাকা পায় মাদকের মহাজন এসে মোটা অংকের টাকা দিয়ে আমাকে সহ গাড়ি ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্ত এএসআই নজরুলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এ ধরনের কোন মাদক বহনকারীকে আটক করি নাই এবং মোটা উৎকোচের নেই নাই আপনি যা পারেন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে আমার জানা নেই ঘটনাটি সত্যি হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।