সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের নীল জাবাদের মাঠে ২ বিঘা জমির লাগানো প্রায় ৮শ পেঁপে গাছ। ৪ বিঘা জমিতে লাগানো প্রায় ১৬শ কলা গাছের অপরিপক্ক কলারকাঁন্দি এবং আড়াই বিঘা জমির অধিকাংশ বাঁধাকপি কেটে তসরুপ করে ফেলে রেখে যায়। সকালে গোলাম মোস্তফা মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক বনে যান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলার জমিতে অসংখ্য অপরিপক্ক কলারকাঁন্দি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সারি সারি লাগানো পেঁপের গাছ গাছের মাঝখান দিয়ে কাটা অবস্থায় পড়ে রয়েছে। গোলাম মোস্তফা জানান,।
তিনি জানান প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক গোলাম মোস্তফা জানান৷ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি সম্মুখীন হয়েছি আমি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গোলাম মোস্তফা জানান। এলাকার জনগন সাংবাদিকদের জানান, এই ঘটনা আজকে নতুন নয়, এর আগেও এই রকম ঘটনা ঘটেছে, সকলে এর সুষ্ঠ তদন্ত করে দোষিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।