ঈদগাঁও মাইজ পাড়ায় পথসভায় বক্তারা- অবহেলিত এলাকার উন্নয়নে আবু তালেবের কোন বিকল্প নেই
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী,আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের সমর্থনে এক পথসভায় বক্তারা বলেছেন-উন্নয়নের রূপকার, আধুনিক উপজেলা গঠনসহ এলাকায় উন্নয়নে মো: আবু তালেবের কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন- তালেব একজন মেধাবী মানুষ। দক্ষ ও শিক্ষিত। উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি গুরুত্বপূর্ণ। উপজেলায় বিভিন্ন অফিসে উচ্চ শিক্ষিত অফিসারগণ দায়িত্বে থাকবেন। তাদের সাথে ভাল সুসম্পর্ক স্থপনসহ যোগ্যমত পরিচালনার ক্ষেত্রে এক দক্ষ মানুষের প্রয়োজন উপজেলা চেয়ারম্যান পদে।
এটিই তৃণমূল থেকে বেড়ে উঠা একমাত্র আবু তালেবের পক্ষে সম্ভব। চেয়ারম্যান পদপ্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও দীর্ঘ ৪০ বছর ধরে রাজনৈতিক মাঠের পরীক্ষিত এক সংগ্রামী নেতা আবু তালেব। নিরবিচ্ছিন্ন ভাবে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ব্যক্তিগত,সামাজিক, রাজনৈতিক ইমেজকে কাজে লাগিয়ে ভোটারের পাশে থেকে অবহেলিত জনপদের ভাগ্য উন্নয়নে জন্য কাজ করবেন ও পবিত্র চেয়ারে বসে ঘুষ- দুর্নীতি করবেনা বলে অঙ্গীকার করেছেন।
১৮মে রাতে ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ায় এক নির্বাচনে পথসভায় টেলিফোন প্রতীককে জয় যুক্ত করতে বক্তব্য রাখেন লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ,জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট রনজিত দাশ,চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, মাষ্টার নুরুল আজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মো: আলী, ঈদগাঁও ইউপির চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদু রহমান,মেম্বার আমির হোসাইন,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইরফানুল করিম।
উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক,পিপি সৈয়দ রেজাউর রহমান রেজা,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী রাসেল,পোকখালী আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাহের আহমেদ,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তামিমসহ বিপুল সংখ্যক নরনারী উপস্থিত ছিলেন।
Post Views: 84