ভিক্টর বিশ্বাস চিতা, স্টাফ রিপোর্টার
খোকসায় গভীর রাতে দুই বাড়িতে হামলার ঘটনা ঘটে।
আনুমানিক রাত ১২ টার দিকে কিছু লোক দেশিও অস্ত্র সহ হামলা করে।
রাকিবুল ইসলাম শাওন ও লালন বিশ্বাস এর বাড়ি হামলার ঘটনা ঘটে।
রাকিবুল ইসলাম শাওন বলেন যে রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছি।
আমার ঘর থেকে ৫ ভরি স্বর্ণ অলংকার, পিসি, ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে যাই, ঘর বাড়ি ভাংচুর করে কিছুই অবশিষ্ট নেই সবি ভাংচুর করছেএ দূবৃতরা ও লালন বিশ্বাস এর বাড়ি থেকে একটা সোনার চেন নিয়ে যাই তবে ঘটনা স্থল থেকে পুলিশ হাতেনাতে একজনকে গ্রেফতার করে ওসি আননূর জাহেদ বলেন যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছেএ ঘটনাস্থল পরিদষন করেন জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিদ
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত