সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযােগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডার এর মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিদল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ও অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভােক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৯ ধারা অনুযায়ী মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডার এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৫০ কেজি পঁচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান ও পুলিশের একটি দল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত