প্রতারনা চক্রের মূলহোতা ডলার জালাল (৫২) গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে
র্যাব-৮, সদর কোম্পানী এবং সিপিসি-১, পটুয়াখালি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল কোতয়ালী থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ প্রতারনা চক্রের মূলহোতা ডলার জালাল (৫২) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল হাওলাদার@ডলার জালাল (৬০), পিতা- মৃত আজাহার হাওলাদার, সাং-কৃষ্ণনগর, থানা আমতলী, জেলা-বরগুনা’সহ অন্যান্য আসামীরা গত ০৫/০৫/২৪ ইং তারিখে ভিকটিম মোঃ তৌকির খান (৩০) এর কাছে খুব অল্প দামে সৌদি রিয়াল বিক্রির কথা বলে নানাভাবে প্রলুব্ধ করে তাকে ৩,০০০০০/- (তিন লক্ষ টাকা)নিয়ে আসতে বলে। এতে ভিকটিমের তাদের কথা-বার্তায় সন্দেহ হলে বরগুনা ডিবি পুলিশের সহায়তা নিয়ে ভিকটিম আসামীদের দেওয়া নির্ধারিত স্থানে গেলে আসামীরা কৌশলে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মত ভাঁজ করে পত্রিকার কাগজ ও একটি সাবান পোটলা আকারে ভিকটিমের হাতে দেয় এবং দ্রুত টাকা দিয়ে চলে যেতে বলে। তখন বরগুনা ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ তৌকির খান (৩০) বাদী হয়ে আমতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে, যার মামলা নং- ০৪/২০২৪ তারিখ ০৬/০৫/২০২৪ইং। গ্রেফতারের পর আসামী উক্ত প্রতারণার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করে এবং জানায় যে, তার নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকা থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকান্ড সংঘঠিত করে থাকে।পরবর্তীতে উল্লেখিত আটককৃত ব্যাক্তিকে বরগুনা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা।