সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড।
নওগাঁর সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি কে সিলগালা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে সাপাহার সদরের নসিব সিনেমা হল এর পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের শম্পা সুপার আইসক্রিম ফ্যাক্টরি ও দিঘীরহাট বাজারের রবিউল ইসলামের চাচা ভাতিজা আইসক্রিম ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল ও দূষিত শিশু খাদ্য মিশ্রণ এর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারামতে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড
পরে উপজেলা করমুডাঙ্গা হতে প্রায় অর্ধলক্ষ টাকার অবৈধ্য কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে । মোবাইল কোট পরিচালনায় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রজব আলী সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন।
শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও জনস্বার্থে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।
আরও পড়ুন………………….