ভূয়া স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয়ে মাদক পাচারকালে বিপুল পরিমান ফেন্সিডিলসহ র্যাবের হাতে ০৩ জন আটক।
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব -১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়, ইং ০২/০৫/২০২৪ খ্রি. তারিখ ১৫.৫০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল পাচার করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ীযোগে গাজীপুরে নিয়ে যাওয়ার জন্য ০৩ জন মাদক চোরাকারবারী শেরপুর জেলার সদর থানাধীন জেলখানার মোড় ’’মের্সাস লামিয়া এন্টারপ্রাইজ’’ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তীর পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন জেলখানার মোড় মের্সাস লামিয়া এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী ১। আব্দুল আজিজ (৩৪), পিতা- মোঃ আঃ গফুর, সাং-থৈকড়ের পাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, ২। মোছাঃ রোকছানা খাতুন(৩৫), স্বামী-মন্টু মিয়া, সাং-নিয়ামতপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, এপি/সাং-গতিয়ারা, থানা-গাছা, গাজীপুর মহানগরী এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৩। মোছাঃ জুলি (১৪)দের‘কে আটক করে। আটককৃত মাদক পাচারকারী মোঃ আব্দুল জলিল ও মোছাঃ রোকছানা খাতুন (৩৫) দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল পাচার করে স্বামী-স্ত্রী ও সন্তানের ভূয়া পরিচয় দিয়ে ফেন্সিডিল বিক্রয়ের জন্য গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের সাথে থাকা বিভিন্ন ব্যাগ ও বাজারের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে থাকা ৪২৬ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল সেট (সীমসহ), নগদ-৭৪০/- (সাতশত চল্লিশ) টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। উদ্ধারকৃত জব্দকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৪,২৬,০০০/- (চার লক্ষ ছাব্বিশ হাজার) টাকা।
৩। আটককৃত আসামীদ্বয় এবং আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৪। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয় ও আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু‘র বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত/-
*মোঃ আব্দুর রাজ্জাক*
মেজর
কোম্পানী অধিনায়ক
মোবাঃ ০১৭৭৭-৭১১৪১১
র্যাব-১৪, সিপিসি-১,
জামালপুর।