ডেস্ক রিপোর্ট।
ঝিনাইদহের শৈলকুপায় শরিফুল ইসলাম ওরফে বাতুল নামের এক ভ্যানচালককে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহগনী গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করার অভিযোগে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০১ মে) নিহতের আপন ভাই মোঃ আব্দুল আজিজ সর্দার শৈলকুপা থানায় চারজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হবে।
অভিযুক্তরা হলেন, উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোঃ মহির সরদারে তিন ছেলে মোঃ রহমান সরদার, মোঃ আঃ রহিম সরদার এবং মোঃ লিটন সরদার। এছাড়ও অপর অভিযুক্ত হলেন মহির সরদারের স্ত্রী মোছাঃ ডালিয়া খাতুন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল উপজেলার শেখপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহগনী গাছের সাথে বেঁধে শরিফুল ইসলাম নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনার অভিযুক্তরা নিহতের আপন মামাতো ভাই।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত