ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা; জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় একটি প্রতিষ্ঠানের দুইজনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান।
গতকাল ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ২৩:৫৫ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০,৫০,০০০/- (চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। আরআর ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ২। ফাস্ট টেপস এন্ড ক্যামিকেল লিমিটেড’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৩। প্রিমিয়াম এন্টারপ্রাইজ লিমিটেড’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৪। মেসার্স ইসলাম ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা, ৫। শাওন কনজিউমার প্রোডাকশন’কে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ৬। মীম ক্যামিকেল কোম্পানী’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৭। ইভানা ফুড এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ’কে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ৮। এমইপি এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা, ৯। রাইজিং স্টার ফুড প্রোডাক্টস লিমিটেড’কে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও ১০। এ্যানাজি টের্যা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া সিরাজ ট্রেডিং এর দুইজন ব্যক্তিকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন, জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় উভয়কে ০১ মাসের করে বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত