রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী ১) মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা এবং ২) মোঃ রুবেল (৩২), পিতা- আব্দুল মোতালেব, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে অদ্য ২৮/০৪/২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ০৯.১৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাব-২।
২৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় ৩/৪জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বেড়িবাঁধ এলাকায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিদের মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছ হতে একটি চটের বস্তার ভিতর থেকে কস্টেপ দ্বারা মোড়ানো ৩৩ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃত আসামি মোঃ আনোয়ার হোসেন জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে। এছাড়াও মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৬টি মাদক মামলা রয়েছে বলে জানায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত