১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল কর্তৃক ২৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় রাজশাহী এর দূর্গাপুর থানাধীন কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়এলাকায় অপারেশন পরিচালনা করে রাজশাহী এর দূর্গাপুর থানার মামলা নং-১৮, তারিখ- ২৪/০৩/২০২৪; ধারা-৩৬(১) সারনীর ৮(গ)/৪১ এর এজাহারনামীয় পলাতক আসামী
১। মোঃ রহমত আলী (৩৮), পিতা- মোঃ সিরাজ মুন্সি, , সাং-নান্দিগ্রাম কাজিপাড়া, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করে। উক্ত সময় এজাহারনামীয় পলাতক আসামী
১। মোঃ রহমত আলী (৩৮), পিতা- মোঃ সিরাজ মুন্সি, , সাং-নান্দিগ্রাম কাজিপাড়া, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহী’কে সূত্রোক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সত্যতা স্বীকার করে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী । মোঃ রহমত আলী (৩৮), পিতা- মোঃ সিরাজ মুন্সি, , সাং-নান্দিগ্রাম কাজিপাড়া, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহী দীর্ঘদিন যাবৎ মহানগর এলাকায় এবং আশেপাশের এলাকায় মাদক বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। তার মাদক ছাড়া আর অন্য কোন পেশা নেই।
৩। গ্রেফতারকৃত উক্ত এজাহারনামীয় আসামীকে রাজশাহী মহানগরীর দূর্গাপুর থানার জিডি নং-১৩৪৭, তারিখ-২৮/০৪/২০২৪ ইং মূলে হস্তান্তর করা হইয়াছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত