উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহযোগিতায় অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে মহড়া অনুষ্ঠিতঃ
অদ্য ২৮/০৪/২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহযোগিতায় অগ্নি দুর্ঘটনায় করনীয়-বর্জনীয় ও সচেতনতা মূলক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, প্রশাসন) জনাব মোঃ আমিনুল ইসলাম , উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে কর্মরত অফিসার ও ফোর্সগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও প্রশিক্ষক দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর সুদক্ষ প্রশিক্ষক দল উক্ত মহড়া পরিচালক করেন। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডের ঘটনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত প্রশিক্ষণ মহড়ায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ প্রদান করা হয়।