লেখনী
রায়হানজীয়ন
তেনার মাথা বিক্রি করে যত আয়োজন করা,
তাকে কেন যেন যায়নি মোক্ষম যুক্তিতে ধরা।
ভেজেছিলে ভানু এক হাজার চটচটে সুস্বাদু বড়া,
শ দুয়েক খদ্দের নেড়েছে বারো জোড়া দালালের কড়া।
তবুও রজকিনীর ময়দা মাখা মুখ যায় নাকো পোড়া,
লুকাবেনা ছ্যাঁদা মুখ, বনিক যেন দাম্ভিকতায় ভরা।
লতাপাতায় শোভা বাঁশের কঞ্চি মোটা ভ্রমে গোড়া,
বিবেচনা নি বাবু স্বপ্নে না থাকি ” তার দু-পা ই” খোঁড়া।
রয়েল বেঙ্গল টাইগার প্রতিকৃতি সে, গাত্রে রঙের ডোরা,
নিরজনে পারে নাক হাটতে সে যে পোষ্য পালের ভেড়া।
সাধু হতে সাধুসঙ্গে যে মস্তক করতে হবে ন্যাড়া,
প্রাককথন পৌঁছেনি কর্ণে পড়েছে যে স্বরযন্ত্রী বেড়া।
ফিকির পোষ্য ভেড়া অদ্য দু চরণে তোরে সচেতন করা,
উগরিয়ে প্রক্ষালনেও উলঙ্গ মস্তিষ্ক দিবে তোরে ধরা।
ভ্রমে কভু খুলবি নাকো দুয়ার যতই বাজুক কড়া।
ছুয়ে দেখিসনে মা সেগুলো হোক না লোভনীয় বড়া।।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত