কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলাধীন ৫ ইউনিয়নের বহুল প্রত্যাশিত নির্বাচন ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘকাল ধরে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্তসময় পার করেন অসংখ্য চেয়ারম্যান,পুরুষ ও মহিলা মেম্বার পদ প্রার্থীরা।
সকল কল্পনা আর ঝল্পনার অবসান ঘটিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারী-পুরুষ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচটি বছরের জন্য নির্বাচিত হবেন চেয়ারম্যান মেম্বার গণ।
জানা যায়, ঈদগাঁও উপজেলাধীন ইসলামপুর, ইসলামাবাদ,পোকখালী,জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
দীর্ঘ ৮ বছর পর। আর এই নির্বাচন সুন্দর,সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে চলতি বছরের ২৮ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নিবার্চনে ভোটারদের মতামত জরিপেই মাঠ ঘুরে দেখা যায়, ঈদগাঁও ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ( আনারস),জালালাবাদে আলমগীর তাজ জনি (রজনীগন্ধা),পোকখালীতে বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ (ঢোল),ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান নুরুল হক (মোটর সাইকেল),ইসলাম পুরে দেলোয়ার হোসাইন (আনারস) জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকমুখে শোভা পাচ্ছেন পাঁচ জনের নাম।
সাধারণ ভোটারেরা জানান, সুষ্ঠ,সুন্দর নির্বাচনে আগামী পাঁচটি বছরের জন্য প্রত্যেক ইউনিয়নে গ্রহণযোগ্য ব্যাক্তিরা চেয়ারম্যান নিবার্চিত হবেন।