আজ শনিবার (২৭ এপ্রিল ২০২৩) সকাল ১১:০০ ঘটিকায় জলঢাকা থানা পুলিশের আয়োজনে জলঢাকা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জলঢাকা পৌরসভা উপনির্বাচন উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে উপস্থিত থেকে ফোর্সদের ব্রিফিং করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী। উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং এ অংশগ্রহণকৃত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, নীলফামারী কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী; জনাব এ.বি.এম. সারোয়ার রাব্বী সহকারী কমিশনার (ভূমি), জলঢাকা নীলফামারী; জনাব আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী; জনাব মোঃ মুক্তারুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানাসহ নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত