মোঃআশিক বাবু দিনাজপুর
স্টাফ রিপোর্টার
তীব্র দাবদাহের গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন দিনাজপুর ধর্ম প্রাণ মুসলিমরা।দিনাজপুর সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠাকুরাইন বাজার দামোদার পুর ঈদগা মাঠ কমিটি ওএলাকাবাসীর উদ্যোগে আজ শনিবার সকাল ৯টায় নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন ঠাকুরাইন হাট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ বেলালী। নামাজে সহাস্রাধিক মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে হাততুলে কেঁদে কেঁদে দোয়া করেন তারা।