ডেক্স রিপোর্ট
ভোলার চরফ্যাসনে বিষাক্ত সাপের কামড়ে ইয়ামিন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার দুপুরে আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি জানান, শিশু ইয়ামিন নিজবাড়ির পুকুরে মামার সাথে মাছ শিকারে যান। ওই সময় পানি থেকে শিশু ইয়ামিনকে বিষাক্ত সাপ কামড় দেয়। শিশু চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন হাসপাতালে কর্মরত সাব- এ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই শিশুটি বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয়েছে।