সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দাদপুর ও ভেদাগাড়ী বিলের অবৈধ বাঁধ উন্মুক্তের জন্য এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
শুক্রবার (২৬ এপ্রিল), বিকেল সাড়ে ৫ টার দিকে সোনাপুর-কাঁঠালপোতা-টুঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মামলত মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আশাদুল ইসলাম, কাঁঠালপাতা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হোসেন, দুদুু শেখ ও নাসির আলী।
এসময় আরেফিন ইসলাম রিপুল , হাকিম মন্ডল, নাজমুল হাসান শুভ, শফিকুল ইসলাম, ফরজ আলী, আবু তালেব, খাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, আরিফুল ইসলামসহ কাঁঠালপোতা, সোনাপুর, টুঙ্গী, গহরপুর, বলিয়ারপুর, ছুটিপুর ও ভগিরাথপুর গ্রামের বিভিন্ন বয়সী প্রায় ৩'শ ব্যাক্তি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দাদপুর ও ভেদাগাড়ী বিলের যাদুখালী সুইস গেট, সোনাপুর বটতলার নিচে, কাঁঠালপোতা দক্ষিণপাড়া স্কুলের নিচে, কাঁঠালপোতা-কালিয়াবকরী কালভার্টের নীচে এবং ভেদাগাড়ীর মাঠে মোট ৫ জায়গায় বাঁধ দিয়ে মৎস্য চাষ করছেন মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের সাহেব আলী, দামুরহুদা উপজেলার নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন হোসেন, মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামের আব্দুল মান্নান, টুঙ্গী গ্রামের জহুরুল ইসলামসহ আরো কয়েকজন। বাঁধ দিয়ে মৎস্য চাষের কারণে এলাকার গরীব মৎস্যজীবীরা বিপাকে পড়েছেন। যারা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।
উল্লেখ্য, দাদপুর ও ভেদাগাড়ী বিলটি সরকার কর্তৃক খননকৃত হলেও কিছু কুচক্রী ও অসৎ লোকজন সরকারের আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করাতে ছোট চুনোপুঁটি মাছ ধরাতো দূরের কথা, বাংলাদেশের সোনালী আঁশ পাট পচন ও গোসল থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। প্রতিবাদ করলে হুমকী-ধামকী ও গালিগালাজ করা হয়ে থাকে।
এমতবস্থায় জরুরী ভিত্তিতে বিলের অবৈধ বাঁধ কেটে জনগণের জন্য উন্মুক্ত করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।
ইতিপূর্বে উক্ত বিলে অবৈধভাবে মাছ চাষ বন্ধে ও জনসাধারণের সুবিধার্থে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বরাবর লিখিতভাবে অবগত করা হয়েছে। যা তদন্ত সাপেক্ষে সহযোগিতার জন্য সুপারিশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
এ সংক্রান্ত অনুলিপি ইতিমধ্যে জেলা প্রশাসক মেহেরপুর, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মেহেরপুর ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুরে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাসও বিল উন্মুক্ত করে দেবেন বলে আশ্বস্ত করেছিলেন নির্বাচনের পূর্বে। যা এখন জনগণের প্রানের দাবী হয়ে পড়েছে।
সুতরাং জনগণের সুবিধার্থে অবিলম্বে বিলের অবৈধ বাঁধ কেটে জনগণের জন্য উন্মুক্ত করা হবে এমনটাই দাবী মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত