র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৫ এপ্রিল ২০২৪ তারিখ সময় রাত্রী-০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মহব্বতপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চোলাই মদ-১০০৬ লিটার, বড় প্লাস্টিকের ড্রাম-০৩টি, এ্যালুমেনিয়ামের পাতিল-০৭টি, বালতি-০৪টি উদ্ধার করেছে এবং আসামী ১। দিপেন রায় (৩৮), পিতা-শান্ত রায়, ২। কড়ি রায় (৫৫), পিতা-মৃত রংলাল রায়, ৩। সাগর কুমার (২৪), পিতা- মৃত অমর কুমার, ৪। জ্যোতি রায় (৪৮), পিতা- মৃত বাবুল রায়, সর্ব সাং- মহব্বতপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মহব্বতপুর গ্রামস্থ উপরোক্ত ধৃত আসামীদের বসত বাড়ীতে বিপুল পরিমান চোলাই মদ উৎপাদন করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের বসত বাড়ী ঘেরাও করা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ০৪ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেফতার করে।
৩। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত