মাসুম শাহরিয়ার, শৈলকুপা।
ঝিনাইদহের শৈলকুপার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় খোলা আকাশের নিচে এ নামাজ আদায় ও দোয়া করে মুসল্লীরা।
এ নামাজ পড়ান ও খুতবা দেন মাওলানা খোরশেদ আলম এবং দোয়া ও মোনাজাত করেন অধ্যাপক মাওলানা মতিউর রহমান। নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মোনাজাতে সকলে মহান আল্লাহর নিকট তিব্র এ দাবদাহ থেকে পরিত্রাণ পেতে তার নিকট ক্ষমা প্রার্থনা করে রহমতের বৃষ্টির আশায় কান্নাকাটি করেন।
এদিকে উপজেলার কবিরপুর-ঝাউদিয়া সম্মিলিত ঈদগাহ ময়দান, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় এবং সারুটিয়া স্কুল মাঠেও একইদিনে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লীরা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত