মেহেরপুরের গাংনীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে গাংনী পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এ,এস,এম নাজমুল হক সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ। অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী ৪ নম্বর ওয়ার্ড ও খাসমহল একাদশ অংশগ্রহণ করেন। এতে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৯৩ রানে বিজয়ী হয়।
প্রথমে ব্যাট করতে নেমে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৭ উইকেট এর বিনিময়ে ২০ ওভারে ২১৭ রান সংগ্রহ করে। জবাবে খাসমহল একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়।
খেলায় বিজয়ী দলের লিখন ম্যান অব দ্যা ম্যাচ ও রাইহান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়াও টুর্নামেন্টে সর্বোচ্চ রানের জন্য মনি ও সর্বোচ্চ উইকেট এর জন্য সামি পুরস্কৃত হন। গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দলসহ মোট ৩২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
খেলা শেষে বিজয়ী দলকে বড় গোল্ডকাপ ট্রফি ও নগদ ১ লক্ষ টাকা এবং পরাজিত দলকে একটি ছোট গোল্ডকাপ ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।